ভাষা:
০২ নং বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের জনগণ সাধারণত বাংলা ভাষায় কথা বলেন। তবে এলাকার কিছু কিছু স্থানীয় জনগণ নিজেদের মধ্যে সিলেটের, নেত্রকোণা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
সংস্কৃতি:
অসংখ্য হাওর-বাওর, নদীনালা, খালবিলে পরিবেষ্টিত জনপদ বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন। এ ইউনিয়নে ঐতিহ্য সংস্কৃতির সুনাম সারাদেশে ছড়িয়ে রয়েছে। এ অঞ্চলে সাধারণত ধামাইল, জারি, সারি, পালাগান ও বাউলগান সংস্কৃতির অন্যতম নিদর্শন। এছাড়াও রয়েছেন অনেক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যাদের পেয়ে এই হাওড় জনপদ সংস্কৃতিতে আরও একধাপ এগিয়ে গেছে। তেমনি ব্যক্তিবর্গ হলেন, ওস্তাদ ছানা গোপাল, সুধির রঞ্জন সরকার, সাইদুর রহমান, আব্দুল মান্নান, গোপাল কৃষ্ণ সরকার, কবি আলাউদ্দিন, কবি মঞ্জুর মোহাম্মদ, সাহিত্যিক ডাঃ মিরাজ উদ্দিন প্রমূখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS