বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হাঠ বাজার সমূহঃ-
বড় বাজার ০১ টি যথা-বংশীকুন্ডা বাজার। প্রতি সাপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার বংশীকুন্ডা বাজারে হাঠ বসে। অত্র ইউনিয়নের কেন্দ্র বিন্দুতে বাজারটি অবস্থিত বিধায় এলাকার লোকজন সহজেই বাজারে আসতে পারে। উক্ত বাজারে সাথে প্রতিটি গ্রামের যাতায়ত ব্যবস্থা সহজ বিধায় এলাকায় উৎপাদিত শাখ-সবজি, ধান, পাট, কৃষিজাত পন্য কৃষকরা নিয়মিত বিক্রী করতে পারে। বংশীকুন্ডা বাজারটি অত্র এলাকার সর্ববৃহৎ বানিজ্য কেন্দ্র। হাঠ বারগুলোতে উক্ত বাজারে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
এছাড়াও ইউনিয়নে ছোট দুইটি বাজার রয়েছে যেগুলো ১টি ইউনিয়নের উত্তর সীমানায় ও অপরটি ইউনিয়নের পূর্ব সীমানায় অবস্থিত -
০১।চাপাইতি বাজার
০২। সাতুর নতুর বাজার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS